শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ৩০ ও ২৪ নম্বর পেলেই ভর্তি, শিক্ষার্থীদের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ৩০ ও ২৪ নম্বর পেলেই ভর্তি, শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, সকাল ১১:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে পোষ্য কোটাধারীরা। বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের পরীক্ষায় ন্যূনতম ২৪ নম্বর পেলেই ভর্তির যোগ্যতা অর্জন করছে শিক্ষার্থীরা। তবে এই নিয়ম শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রযোজ্য। সম্প্রতি ইবি রেজিস্ট্রার কার্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) আব্দুল মজিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোষ্য কোটাধারী শিক্ষার্থীদের আগামী ৯ অক্টোবর স্বশরীরে পোষ্যের প্রত্যয়নপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩০ নম্বর পেলেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে, যা সাধারণ শিক্ষার্থীদের কাছে আবেদনযোগ্য ন্যূনতম পাশ মার্ক। অন্যদিকে, ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষায় এই নম্বর সীমা ২৪। তবে শিক্ষার্থীরা এই নিয়মের তীব্র বিরোধিতা করছে, কারণ তারা মনে করছে এটি মেধার প্রতি অবহেলা এবং বৈষম্যমূলক আচরণ। তাদের দাবি, পোষ্য কোটার নামে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অসঙ্গতিপূর্ণ এবং অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, "এ ধরনের নিয়মের ফলে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ হারাচ্ছে এবং এটি বৈষম্যমূলক। আমরা এমন বৈষম্যের অবসান চাই এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগের দাবি জানাচ্ছি।" তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং কর্মকর্তা সমিতির নেতারা মন্তব্য করতে নারাজ। তারা বিষয়টিকে প্রশাসনের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে দেখছেন। ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, "এটি প্রশাসনের নিজস্ব বিষয়। আমরা এ নিয়ে মন্তব্য করতে চাই না।"