সারাদেশ

সালথায় নবাগত ওসির সাথে ছাত্র দলের সৌজন্য সাক্ষাৎ

সালথায় নবাগত ওসির সাথে ছাত্র দলের সৌজন্য সাক্ষাৎ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, সকাল ১১:৫৩

ফরিদপুর জেলার সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমানের সাথে সালথা উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় থানা চত্বরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতারা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় তার সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, তানভীর হাসিব, রাকিব হোসেন, রাজিব হোসেন, ফারহান সবুজ, মামুন হোসেন, শাওন মাতব্বর, তারিকুল ইসলাম, সোহান মিয়া, লিমন হোসেন, সোহাগ হোসেন, পিয়াস মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময়কালে ওসি মো. আতাউর রহমান ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে সালথার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমন বিষয়ে সহযোগিতা কামনা করেন।