সারাদেশ

মহাদেবপুরে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, সকাল ১১:৪৯

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আজ মঙ্গলবার বিকালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রানীপুকুর বাজারে আয়োজিত এই সভায় প্রধান বক্তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নেতারা জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে পালন নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে, যারা মন্দির পাহারা দেবে। এছাড়াও আওয়ামী লীগকে ঠেকাতে এবং বর্তমান সরকারের সাফল্য নিশ্চিত করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরান মালিক খান, মহাদেবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান আলী, ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, যুবদলের সভাপতি এরশাদ, ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।