শিক্ষাঙ্গন

বেরোবিতে হলের প্রভোস্ট বরাবর শিক্ষার্থীদের ১১ দফা দাবি উত্থাপন

বেরোবিতে হলের প্রভোস্ট বরাবর শিক্ষার্থীদের ১১ দফা দাবি উত্থাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৪, সকাল ১১:৪২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ১১ দফা দাবি নিয়ে প্রভোস্ট বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষার্থীরা প্রভোস্টের কাছে এই স্মারকলিপি প্রদান করেন, যেখানে হলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে প্রধানত খাবারের মান উন্নয়ন, মেধা ও অসচ্ছলতার ভিত্তিতে সিট বরাদ্দ, হলের সিসিটিভি ব্যবস্থা, মাদকের ব্যবহার প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ এবং সিট ভাড়া কমানো সহ বিভিন্ন দাবি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা মনে করছেন, এসব দাবি বাস্তবায়িত হলে হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরবে এবং তারা নিরবচ্ছিন্নভাবে শিক্ষায় মনোনিবেশ করতে পারবেন। প্রভোস্ট মোঃ আমির শরিফ এ বিষয়ে জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং তা নিয়ে আগামীকাল প্রভোস্টবডির মিটিংয়ে আলোচনা হবে। কিছু দাবি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, তবে ভাড়া কমানোর মতো দাবিগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন। ডোপ টেস্টের বিষয়ে প্রভোস্ট বলেন, "আমরাও ডোপ টেস্ট ব্যবস্থা চালুর বিষয়ে আগেই চিন্তাভাবনা করেছি এবং এটি প্রতি ছয় মাস বা এক বছর পর পর করার বিষয়ে আমরা আগ্রহী।"