সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:২৪

ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজগার আলী বিরুদ্ধে আর্থিক অনিয়ম, উপবৃত্তির টাকা আদায়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক আজগার আলী, সাবেক সভাপতি আলাউদ্দিন ও জিয়াউল হক মিলে বিদ্যালয়ের স্বার্থের পরিপন্থি কার্যকলাপ চালিয়ে আসছেন। তারা অভিযোগ করেন, ২০১৪ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে আজগার আলী নিয়োগ বিজ্ঞপ্তি জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ দখল করেছেন। তারা আরো বলেন, ভর্তির সময় শিক্ষার্থীদের বিনা পয়সায় ভর্তি ও বই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫১ জন শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে উপবৃত্তির টাকা আদায় করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। উল্লেখ্য, ওই দিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। আজগার আলী অভিযোগ সম্পর্কে বলেন, “এসকল বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বক্তব্য দেব।” সাবেক সভাপতি আলাউদ্দিন জানান, নিয়োগ দেওয়ার জন্য টাকা নেওয়ার বিষয়ে তার জানা নেই। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার বলেন, “প্রধান শিক্ষক যদি পদত্যাগ পত্র জমা দেন, তবে আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। তবে পদত্যাগ করানোর ক্ষমতা আমার হাতে নেই।”