সারাদেশ

কুড়িগ্রামে পুত্রবধূর মৃত্যু খবরে শাশুড়ির মৃত্যু: একই দিনে শোকের মাতম

কুড়িগ্রামে পুত্রবধূর মৃত্যু খবরে শাশুড়ির মৃত্যু: একই দিনে শোকের মাতম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:১২

কুড়িগ্রামের রাজারহাটে পুত্রবধূ ময়না বেগমের মৃত্যুর খবরে শাশুড়ি আলো বেগম মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে, মৃত আউয়াল বকশির পরিবারে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন বকশির স্ত্রী ময়না বেগম (৫০) অসুস্থ হয়ে পড়লে সোমবার বিকালে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। ময়নার মৃত্যুর খবর শুনে বার্ধক্যজনিত রোগে ভোগা শাশুড়ি আলো বেগম (৮৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই দিনে বৌ-শাশুড়ির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম চলছে। সকাল ১১টায় ময়না বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে, এবং বিকাল ৪টায় শাশুড়ি আলো বেগমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।