শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরীর ৭৭টি এবং জেলার ৪৬টি মন্দির ও পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
মতামত