শিক্ষাঙ্গন

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজানুর রহমান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:০১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। তিনি ৮ অক্টোবর থেকে দায়িত্ব পালন করবেন। পূর্ব প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম পদত্যাগ করায় ড. মিজানুর রহমান এই পদে নিয়োগ পেয়েছেন। নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে ড. মিজানুর রহমান বলেন, "আমি ছাত্রদের সুবিধা-অসুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। হলের নেটওয়ার্ক সমস্যা, বিশুদ্ধ পানির সংকট, এবং ডাইনিংয়ের খাবারের মান উন্নয়নে কাজ করবো। সততার সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা আশা করি।"