মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। টাঙ্গাইলের মতো জায়গায় মওলানা ভাসানীর মতো নেতার উপস্থিতি সারা বাংলাদেশের গর্বের বিষয়। তিনি বাংলাদেশের ইতিহাস গড়ে তুলেছেন, এবং তাঁর অবদান ছাড়া বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন মজলুম জননেতা এবং ফারাক্কার বিরুদ্ধে প্রথম প্রতিবাদও তিনিই করেছিলেন।
ফরিদা আখতার আরও বলেন, আগামী প্রজন্মের জন্য মওলানা ভাসানীর পরিচয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি আশ্বাস দেন যে, এর জন্য প্রয়োজন হলে মানববন্ধনেও অংশ নেবেন।
সোমবার টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এছাড়াও জাতীয় মাছ ইলিশের গুরুত্ব এবং বাংলাদেশে ইলিশ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।
আসন্ন দুর্গা পূজা নিয়ে তিনি বলেন, "এবারের পূজা হবে নতুন বাংলাদেশের পূজা। টাঙ্গাইলের পূজার প্রস্তুতি সন্তোষজনক, এবং আমরা আশা করি এটি সবচেয়ে সুন্দর পূজা হিসেবে ঘোষিত হবে।"
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হাসান চৌধুরী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মতামত