রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করার প্রতিবাদে এবং সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে (আবু সাঈদ গেট) শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন "শহীদদের নামে মিথ্যাচার চলবে না," "ঊর্মির বহিষ্কার করতে হবে," "সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না," ইত্যাদি।
শিক্ষার্থীরা জানান, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের বিরুদ্ধে কটূক্তি মেনে নেওয়া হবে না। তারা সেই ম্যাজিস্ট্রেটের স্থায়ী বহিষ্কার ও বিচারের দাবি করেন এবং জানান, এমন কটূক্তি চলতে থাকলে কঠোর অবস্থান নেওয়া হবে।
তারা আরও বলেন, "দেশে এখনো আওয়ামী লীগের কিছু দোসর আছে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। একজন মানুষ নির্বুদ্ধিতা করে এমন পোস্ট দিতে পারে না। এটি একটি ষড়যন্ত্রমূলক পোস্ট।"
মতামত