সারাদেশ

গৌরনদীতে আ’লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গৌরনদীতে আ’লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:০৬

বরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মিন্টু’র উপর হামলার অভিযোগে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গৌরনদী থানায় মারামারি ও বিস্ফোরক আইনে দায়ের করেন বদিউজ্জামান মিন্টু। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা আ’লীগের সভাপতি জয়নাল হাওলাদার, সাধারণ সম্পাদক হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৭ নভেম্বর খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করা হয় এবং পরে গৌরনদী বাসস্ট্যান্ডে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় মিন্টুকে গুরুতর আহত করা হয়। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে এবং শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।