সারাদেশ

মেলান্দহে নাশকতার মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার, ১১৮ জনের নাম উল্লেখ

মেলান্দহে নাশকতার মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার, ১১৮ জনের নাম উল্লেখ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:৩০

জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে গ্রেপ্তার করার পর সোমবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত নেতারা হলেন মেলান্দহ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মিল্লাত (৪৯) এবং মেলান্দহ পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (২৯)। এর আগে ২ অক্টোবর একই মামলায় আরও তিন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। নাশকতার এই মামলাটি দায়ের করেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান, যেখানে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগ আনা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা আ.লীগের সদস্য খালেকুজ্জামান জুবেরীসহ অনেকে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা জানিয়েছেন, ডিবি পুলিশের সহায়তায় অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট ৫ জনকে এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।