সারাদেশ

সাতক্ষীরার শিবপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শিবপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:২৮

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই অক্টোবর) শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য মাওঃ আল-আমিন হোসেন। সভায় সাতক্ষীরা উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ হিন্দু সম্প্রদায়কে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ মনিটরিং করবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামাতের আমির মাওলানা শাহাদাত হোসেন বলেন, "হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যার যার ধর্ম পালন করবে এবং একে অপরের পাশে দাঁড়াবে।" সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাসও এ সময় তার মতামত প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৫নং শিবপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র সরকার, সমাজপতি আলহাজ্ব আব্দুল গাফফার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, আব্দুল হাই, আবু সুলতান তুষার, জাহাঙ্গীর হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।