চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ পাচারের সময় ১ জন ভারতীয় নাগরিকসহ একটি ভারতীয় ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর ২০২৪ তারিখে বিজিবির একটি দল সোনামসজিদ আইসিপিতে তল্লাশি কার্যক্রম জোরদার করে। সকাল ৯টা ৪০ মিনিটে একটি ভারতীয় খালি ট্রাক তল্লাশি করা হলে, ট্রাকের একটি বাক্সের ভেতর থেকে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক অলক মন্ডল (২২), মালদা জেলার ইংলিশ বাজার থানার বাসিন্দা, যিনি ট্রাকটির চালক ছিলেন। তার বিরুদ্ধে ইলিশ মাছ চোরাচালানের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত