বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হওয়া আবরারকে স্মরণ করে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সোমবার (৭ অক্টোবর) সকালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে এবং ছাত্রনেতা মেহেদী হাসান মাসুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত।
সকাল ৯টা থেকে কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়, এবং সকাল ১০টা ৩০ মিনিটে মৌন মিছিল কলেজ গেট থেকে শুরু হয়ে পুরো কলেজ প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। সভাপতি মাসুম আহমেদও একই দাবি করে, গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মতামত