সারাদেশ

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:১০

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে পানিতে ডুবে সিয়াম নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম স্থানীয় বাসিন্দা বেলাল ড্রাইভারের ছেলে। জানা যায়, সকালে সিয়াম খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। ২ নং হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা জানান, শিশুটি বাড়ির পেছনে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।