দিনাজপুরের হাকিমপুরে (হিলি) আজ সোমবার (৭ অক্টোবর) ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ রাকিব উদ্দিন মন্ডল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ তালেবুর রহমান (পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রংপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান সরকার (উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর), আহমেদ আহসান হাবীব (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাকিমপুর, দিনাজপুর) এবং মোঃ রফিকুল ইসলাম (অধ্যক্ষ, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর, দিনাজপুর)। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তাদের মতে, শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।
মতামত