সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬ দিন যাবৎ সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত নিয়মিত চলমান থাকবে। এই তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান ও হিলি ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
ফেরদৌস রহমানের ভাষ্য অনুযায়ী, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজার কারণে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে, ১৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান জানান, দুর্গাপূজার উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, বৈধ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল যথারীতি অব্যাহত থাকবে এবং এতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
মতামত