সাতক্ষীরা ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনের জন্য ২৮ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে এ মনোনয়নপত্র বিতরণ করা হয়।
নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল উদ্দিন আকবর জানিয়েছেন, নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ৮ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করবেন, যা ৯ অক্টোবর যাচাই-বাছাই করা হবে। ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ভোটগ্রহণে ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের সদস্যরা।
মতামত